বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টিকটক ভিডিও বানাতে গিয়ে চার তলা ভবন থেকে পড়ে আনিল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া ভূতেরগলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনিল ভূতেরগলি এলাকার নুরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আনিল একজন টিকটকার। তিনি নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে আপলোড দেন। তার প্রোফাইল ঘেটে দেখা গেছে সেখানে পাঁচ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।
শুক্রবার আনিল বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যায়।
মাথা থেতলে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর দেখে জরুরি বিভাগের চিকিৎসক জি এম মোস্তফা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সেখানে নেয়ার পর আনিলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। তবে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।