Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৮:৩৯ এএম

চট্টগ্রামে পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে সুরাইয়া সাম্মা রাখী নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বানিয়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আলী হায়দার চৌধুরীর কন্যা এবং তিন চৌদিয়া ডিঙ্গলনোঙ্গা শিশু নিকেতনের ২য় শ্রেণির ছাত্রী। পিতা আলী হায়দার চৌধুরী একবছর আগে মারা যান।

স্থানীয়রা জানান, শিশুটি তার সহপাঠিদের সঙ্গে খেলছিল। খেলার ছলে বাড়ির কাছাকাছি পুকুর পাড়ের দিকে গিয়ে সে আর ফিরে আসেনি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে তার ভাসমান নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করে। সুরাইয়া সাম্মা রাখী পরিবারের ৩ কন্যা সন্তানের মধ্যে সবার ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে একই দিন বাঁশখালীর শেখেরখীলে পুকুরের পা‌নি‌তে ডুবে জান্নাতুল মাওয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল ‌শে‌খেরখীল ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিদুয়ানুল হকের কন্যা। বা‌ড়ির পা‌শে পুকু‌রের পানিতে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। চট্টগ্রামে প্রতিদিনই পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১৫৭ জন শিশুর মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ