নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে দৈনিক যুগান্তরকে ৪ উইকেটে পরাজিত করে সেমিফাইনালের কাঙ্খিত টিকিট অর্জন করে নিল দৈনিক ইনকিলাব। গতকাল পল্টন আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইনকিলাব অধিনায়ক ফারুক হোসাইন। ইনিংসের প্রথম ও দ্বিতীয় বলেই জোড়া শিকার গতি দানব জাহিদ হোসেনের। সেই চাপ ধরে রেখেই অধিনায়ক ফারুক দুর্দান্ত বোলিংয়ে তুলে নেন আরো ২টি। কাভার থেকে দুর্দান্ত এক সরাসরি থ্রোয়ে অপর ব্যাটসম্যানের স্ট্যাম্প গুড়িয়ে দেন ফিল্ডিং মাস্টার ইমরান মাহমুদ। আর তাতে ২ ওভারে ১৫ রানে গুটিয়ে যায় যুগান্তরের ইনিংস। ১৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ২৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইনকিলাব। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার ওঠে ইনকিলাবের চিফ রিপোর্টার ও অধিনায়ক ফারুকের হাতে।
একই দিন সেমিফাইনাল নিশ্চিত করে ডেইলি স্টার, চ্যানেল আই ও আরটিভি। খেলা শেষে বিজয়ীদের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান ও ঢাকা প্রিমিয়ার লিগের সাবেক ক্রিকেটার রুহুল আমিন সাকের। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা এবং সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ অন্যরা। গত আসরেও এই চারটি দলই খেলেছিল সেমিফাইনালে। একই ভেন্যুতে আজ সকাল ১০টায় দিনের প্রথম সেমিফাইনালে ডেইলি স্টারের মুখোমুখি হবে ইনকিলাব। দ্বিতীয় সেমিতে আরটিভি খেলবে চ্যানেল আইয়ের বিপেক্ষে। একই দিন বেলা সাড়ে ১২টায় হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।