বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর ফরাজী(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে চলতি বছরের আলিম পরীক্ষার্থী ছিল।
১৫ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামের নজরুল ইসলামের বিল্ডিং এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত তানভীর ফরাজী ওই গ্রামের ফরাজী বাড়ির ছেলে।
ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার এসআই চাঁদপুর সরকারি হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যান।
নিহতের মামা মুক্তার হোসেন জানান, তার ভাগিনা তানভীর ইসলামপুর শাহ ইয়াসিন(রহ:) মাদ্রাসার ছাত্র। আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষার্থী ছিল সে। সোমবার সকালে তার ভাগিনা একই বাড়ির সম্পর্কে চাচা স্যানিটারি মিস্ত্রি আনোয়ারের সাথে অপর চাচা রফিকুল ইসলামের ভবনে কাজ করতে যায়।
এসময় তারা বৈদ্যুতিক লাইনের সুইচ লাগানোর জন্য দেয়ালে ডিল মেশিন দিয়ে ছিদ্র করার পর ডিল মেশিনের প্লাগ খুলতে গিয়ে সে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।