বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বায়েজিদ থানা এলাকায় তর্কের জেরে সহকর্মীর কাঁচির আঘাতে আহত চমেক হাসপাতালে চিকিৎসাধীন শাহাদাত হোসাইন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা মাওলানা আবুল হাশেমের (৫৮) করা মামলার প্রেক্ষিতে রোববার ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. রফিক (৫০), মো. ইলিয়াস (২৬) ও মো. ওসমান গণি (৪২)।পুলিশ জানায়, গত ৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বায়েজিদের আরাফাত এন্ড নিহা ফ্যাশন গার্মেন্টেসে কারখানায় কাজের সময় সহকর্মী মোহাম্মদ তারেকের (১৮) সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারেক শাহাদাতকে কাঁচি দিয়ে পেটে আঘাত করে। এরপর অভিযুক্তরা শাহাদাতকে পার্শ্ববর্তী ‘মা মেডিকেল হল’ এ চিকিৎসার জন্যে নিয়ে যায়। সেখানে ফার্মেসিতে থাকা ওসমান ক্ষত স্থান সেলাই করে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তিনদিন পর শাহাদাতের অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর কারখানার মালিকসহ এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছি। প্রধান অভিযুক্ত মোহাম্মদ তারেক এখনও পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।