Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে একদিনে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৭:৫২ পিএম

ফেনীর ফুলগাজী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেজবাহ উদ্দিন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের ছাগলনাইয়া-পরশুরাম আঞ্চলিক সড়কের উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেজবাহ উদ্দিন স্থানীয় রৌশনাবাদ একাডেমি থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। কাক রোববার তাঁর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুচা গ্রামের মো.রফিক উদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, শনিবার সকালে মোটরসাইকেল যোগে মেজবাহ উদ্দিন বাড়ি থেকে পাশের এলাকা কিল্লার দীঘি যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে সে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে আজ বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া মুহুরীগঞ্জ নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নুর উদ্দিন ও স্ত্রী আকলিমা আক্তার ঘটনাস্থলে নিহত হয়েছেন।
ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) ফাঁডি থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন ।
নিহতদের বাড়ি ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুরে। তারা সকালে মিরসরাইতে আরশি নগর ফিউচার পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আসতে স্বামী স্ত্রী মর্মান্তিক সডক দূর্ঘটনার শিকার হন। এই দম্পতির দু'টি সন্তান রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় ট্রাক ঢাকা-(মেট্রো ট- ০৮৪৫) গাড়িটি সহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ