Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল : সেনাপ্রধান কোচাভি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৬:২৬ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের গণমাধ্যমের বরাতে দ্য নিউ আরব জানায়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আয়োজিত এক অধিবেশনে এই মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাপ্রধান আভিভ কোচাভি।
তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনী ইরান ও অন্যান্য সামরিক পারমাণবিক হুমকি মোকাবেলায় তাদের অপারেশনাল পরিকল্পনা এবং প্রস্তুতি জোরদার করছে।
তিনি ইরানকে সতর্ক করে বলেন, ‘ইসরায়েল যে কোনও হুমকির প্রতিশোধ নিতে প্রস্তুত; সেটি গাজায় হোক কিংবা উত্তর সীমান্তে হোক।’
ইরানের পরমাণু কর্মসূচির ঘোর বিরোধী ইসরায়েল। ইসরায়েলের দাবি, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে এমন দাবি বরাবরই অস্বীকার করেছে ইরান।
এদিকে, আগামী ২৯ নভেম্বর পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসছে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। সূত্র : দ্য নিউ আরব



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ