বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নির্বাচনে জয়ের একদিন পর নবনির্বাচিত এক ইউপি সদস্য ইন্তেকাল করেছেন। মুরাদ মিজি নামের ওই ব্যক্তি চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড থেকে তালা প্রতীকে ইউপি সদস্য নির্বাচিত হন। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ করে মুরাদ মিজি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুরাদ মিজি। তার আকস্মিক মৃত্যুতে বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ওয়ার্ডে উপনির্বাচনের বিষয়ে তিনি জানান, এখনো গেজেট প্রকাশ হয়নি। আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের থেকে তালা প্রতীকের নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই ওয়ার্ডের অন্য দুজন মেম্বার প্রার্থী ছিলেন আহসান উল্লাহ মিজি ও জাহাঙ্গীর অলম মিজি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।