Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৮:৫৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আবু তালেব (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মশদগাঁও এএলকে আলিম মাদ্রাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবু তালেব এ মাদ্রাসার কোরানের হিফজখানার ছাত্র।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৯ টায় মাদ্রাসার গাছের সুপারি পাড়তে কয়েকজন ছাত্র গাছে ওঠে। এক পর্যায়ে গাছের বেশ উঁচুতে উঠতে গিয়ে গাছ ভেঙে নিচে পড়ে যায় আবু তালেব। পরে আহত অবস্থায় আবু তালেবকে উপজেলা স্বাস্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তালেবের বাড়ি রংপুরে। তার আরও দুই ভাই একই মাদ্রাসায় পড়ে। মৃত্যুর খবর পেয়ে রংপুর থেকে আবু তালেবের বাবা রওয়ানা হয়েছেন বলে যানা গেছে।
স্থানীয় কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নিহতের পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই তারা ছেলের লাশ নিয়ে যেতে পারবেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ