মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে তেহরানের ওপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা সরিয়ে দেয়া। ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী বাকেরি কানি একথা জানিয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আলী বাকেরি কানি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব লংঘন করে আমেরিকা ইরানের ওপর যে অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহারের লক্ষ্য নিয়েই এই আলোচনা অনুষ্ঠিত হবে।
আলী বাকেরি জানি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি গার্ডিয়ানকে এ সাক্ষাৎকার দিয়েছেন। ২৯ নভেম্বরের আলোচনা অনুষ্ঠানের আগে তিনি পরমাণু সমঝোতা-সংশ্লিষ্ট দেশগুলো সফর করছেন।
আলি বাকেরি কানি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে পরমাণু সমঝোতা লংঘন করে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা ইরানের ওপরে চাপানো হোক না কেন, তা প্রত্যাহার করতে হবে।
অন্যদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র ও নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো রকমের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের এ মন্ত্রী। তিনি বলেন, পরমাণু সমঝোতার সুস্পষ্ট কাঠামো রয়েছে, অন্য কোনো বিষয়ের সঙ্গে এটি সম্পর্কযুক্ত নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।