মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আমেরিকা বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তে পৌঁছেছে। রাশিয়া ঘনিষ্ঠ এই দেশটির বিরুদ্ধে হাইব্রিড আক্রমণ চালানোর অভিযোগ আনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েনের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সেখানে বেলারুশ নিয়ে একাধিক সিদ্ধান্তে পৌঁছেছেন দুই নেতা। বেলারুশ যেভাবে পোল্যান্ডে শরণার্থী ঢোকানোর চেষ্টা করছে, তাকে ইউরোপীয় ইউনিয়নের উপর হাইব্রিড আক্রমণ বলে অভিযোগ করেছেন দুইজনেই। তার জেরেই লুকাশেঙ্কোর বেলারুশের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে। পোল্যান্ড তথা ইউরোপীয় ইউনিয়ন বেশ কিছু দিন ধরেই অভিযোগ করছে, বেলারুশ ইউরোপীয় ইউনিয়নের উপর চাপ সৃষ্টির জন্যই শরণার্থীদের একটি নতুন রুট তৈরি করেছে। মূলত ইরাক থেকে আসা শরণার্থীদের বেলারুশের সীমান্ত পর্যন্ত নিয়ে যাচ্ছে দেশের পুলিশ। এরপর তাদের পোল্যান্ডে ঢোকানোর চেষ্টা হচ্ছে। সম্প্রতি এ নিয়ে সীমান্তে রীতিমতো সংঘর্ষ হয়েছে। পোল্যান্ড, জার্মানি-সহ ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, লুকাশেঙ্কোর বিরুদ্ধে ইইউ আগেই বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল। তাই পাল্টা চাপ তৈরি করতে এ কাজ করছে তারা। বুধবার বাইডেন-উরসুলা বৈঠকে মার্কিন প্রেসিডেন্টও একই কথা বলেছেন। তারপরেই সিদ্ধান্ত হয়েছে, বেলারুশের উপর চাপ বাড়াতে নতুন বেশ কিছু জারি করা হবে। তবে কবে সে প্রক্রিয়া শুরু হবে, তা স্পষ্ট করা হয়নি। বেলারুশ ছাড়াও দুই নেতার মধ্যে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রয়টার্স, এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।