মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওমান সাগর থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি জাহাজ হতে মার্কিন বাহিনীর চুরি করার তেল উদ্ধার করার জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-কে ধন্যবাদ দিয়েছেন তেলমন্ত্রী জাওয়াদ ওউজি। বুধবার এক বার্তায় তিনি বলেছেন, 'মৃত্যু উপেক্ষাকারী বাহিনীকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই।'
ইরানের মন্ত্রী আরো বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান তেল রপ্তানি অব্যাহত রাখায় আমেরিকা এ কথা বুঝে গেছে যে, তেহরান তেল রপ্তানি করতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য মার্কিন বাহিনী আবার দস্যুতা শুরু করেছে।
রপ্তানির জন্য একটি জাহাজে করে ইরানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় কৌশলগত ওমান সাগরে মার্কিন বাহিনী এটির গতিরোধ করে এবং জাহাজ থেকে ইরানি তেল খালাস করে অন্য আরেকটি জাহাজে ভরে তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
এ সময় সেখানে হাজির হয় ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর নৌ ইউনিট। ইরানি নৌসেনারা ক্ষিপ্রগতিতে অভিযান পরিচালনা করে। তারা হেলিকপ্টারের সাহায্যে ওই জাহাজে অবতরণ করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
তেল চুরির সঙ্গে যুক্ত জাহাজটিকে ইরানের সাহসী সেনারা জোরপূর্বক ইরানি পানি সীমায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। যে জাহাজে করে আমেরিকা ইরানি তেল চুরি করে নিয়ে যাচ্ছিল সেটার পেছনে তাদের কয়েকটি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার ছিল। কিন্তু ইরানি বাহিনীর সঙ্গে পেরে ওঠে নি। মার্কিন বাহিনী প্রথমে চেষ্টা চালায় ইরানি সেনারা যাতে ওই জাহাজের কাছে ভিড়তে না পারে। এতে ব্যর্থ হয় মার্কিন বাহিনী।
এরপর ইরানের পানিসীমার দিকে যখন জাহাজটিকে নিয়ে আসা হচ্ছিল তখনও জাহাজটির গতিরোধ করার চেষ্টা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে তারা। মার্কিন সহযোগিতায় ইরানের তেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টাকারী জাহাজটি এখন ইরানের পানিসীমায় আইআরজিসি'র নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।