বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর কদমতলী রেলগেট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে মনুজা বেগম (৭০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পলোগ্রাউন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলগেট সংলগ্ন এলাকায় শাক তুলতে আসেন মনুজা বেগম। এ সময় রেললাইন পার হতে গিয়ে চবির শাটল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত মনুজা বেগমের স্বামী-সন্তান কেউ নেই। তিনি রেলওয়ের পাশের একটি বস্তিতে থাকতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।