Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে একই সাথে ৪ শিশুর মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৫:৪৯ পিএম

নওগাঁয় পুকুরের পানিতে গোসল করতে নেমে ভাই-বোনসহ একই সাথে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২টায় আরজি-নওগাঁ (নামা শেরপুর) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। মৃত চার শিশুরা হলো, ওই এলাকার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ হোসেন (৬), সালাম মন্ডলের মেয়ে খাদিজা খাতুন (৮), আনোয়ার হোসেনের মেয়ে আয়েশা খাতুন ওরফে আশা (১০)। স্থানীয়রা জানান, দুপুরে একই সাথে ওই চার শিশু খেলাধূলা করে সবার অজান্তে পুকুরের পানিতে গোসল করতে নামে। পরে তাদের বাড়ীতে ফিরতে দেরি হলে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে ওই পুকুরে জাল দিয়ে খুঁজতে থাকলে পরপর ওই চার শিশুর মরদেহ উদ্ধার করে। পরে উদ্দারের পর তাদেরকে সদর হাসাপাতালে নিলে কতর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এদিকে চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত চার শিশুকে এক নজর খেতে হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ভীড় করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের অ-জানতে তারা পুকুরে গোসল করতে নামলে এই দূঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ