Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামার নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়ে ভাগ্নের মৃত্যু

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১:০১ পিএম

বরগুনায় মামার নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাগ্নে ইমামুদ্দিনের (২২) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এ ঘটনায় আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন হাসিব (১৪) নামের আরও এক স্কুলছাত্র। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা-চালিতালী সড়কের ডাকুয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামুদ্দিন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নাসির মজলিসের ভাগ্নে। ইমামুদ্দিন বরগুনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে নাসির মজলিসের নির্বাচনী পথসভার মিষ্টি কিনে মোটরসাইকেলে ফিরছিলেন ইমামুদ্দিন এবং হাসিব নামের এক স্কুলছাত্র। পথে ডাকুয়াবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইমামুদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমামুদ্দিনের মামা নাসির মজলিস জানিয়েছেন, নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়েই মোটরসাইকেল দুর্ঘটনায় তার ভাগ্নে ইমামুদ্দিন মারা গেছেন।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ