Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপরই নির্ভর করছে পরমাণু সংলাপের সফলতা: ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:১৭ পিএম

রাশিয়া এবং ইরান বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের যে আলোচনা চলছে তার সফলতা নির্ভর করছে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর। মস্কো ও তেহরান বলছে, ভিয়েনা সংলাপ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে এগিয়ে গেলেই কেবল এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল (শুক্রবার) রাজধানী মস্কোয় রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির মধ্যকার বৈঠক থেকে এই মন্তব্য করা হয়েছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার মস্কোয় পৌঁছান আলী বাকেরি কানি এবং গতকাল তিনি রিয়াবকভের সঙ্গে বৈঠকে বসেন। ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা যায় এসব বৈঠকে মূলত তা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে আলী বাকেরি কানি বলেন, পরমাণু সমঝোতাসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান, রাশিয়া ও চীন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উচিত তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং ইরানের ওপর আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা সরিয়ে দেয়ার জন্য কাজ করা।

মস্কো সফরে আলী বাকেরি মধ্যপ্রাচ্য বিষয়ক রাশিয়ার বিশেষ দূত মিখাইল বোগদানভের সঙ্গেও বৈঠক করেন।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • MD Akkas ৩০ অক্টোবর, ২০২১, ১:৫৫ পিএম says : 0
    Good decision.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ