গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে করেছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ের রাস্তায় বসে তারা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, শুক্রবার দুপুর থেকে হিন্দুদের বিভিন্ন সংগঠন শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। বিকেল ৪টার দিকে তারা রাস্তা অবরোধ করে বসে পড়েন।
আলোচনার মাধ্যমে তাদের সরিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হওয়ায় কাঁটাবন, ফার্মগেট, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ, বেইলি রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে। যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।