বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া হরিনারায়নপুর হলমোড়েল সেবা ক্লিনিকের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। আজ ২০ অক্টোবর রাজশাহী যাওয়ার পথে তুলিকা বেগম (২৬) নামে ঐ প্রসূতি মায়ের মৃত্যু হয়। জানা যায় গত ১৮ অক্টোবর ইবি থানাধীন ১১ নং আব্দালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের মল্লিক পাড়ার মাহাবুল (৩৩) এর স্ত্রী তুলিকা বেগম এর প্রসব বেদনা উঠলে তাৎক্ষণিকভাবে তাকে হরিনারায়নপুর সেবা ক্লিনিকে ভর্তি করলে বিকাল ৫ টার সময় ড. আশিকুর রহমান তাকে সিজার করেন। সিজারে তুলিকা বেগম এর কন্যা সন্তান হয় তবে সন্তান সুস্থ থাকলেও ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে তুলিকা বেগমের। পরে ক্লিনিক কর্তৃপক্ষ অবস্থা বেগতিক দেখে পরদিন বিকাল পাঁচটায় রিলিজ দিয়ে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেন। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে তুলিকা বেগমের অবস্থা অবনতি পর্যবেক্ষণ করে তাকে রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেন। পরে রাজশাহী মেডিকেল থেকে তাকে মৃত ঘোষণা করা হয় এবং সিজারের সময় উনার নারী কেটে ফেলা হয়েছে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।