Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ৩:২৮ পিএম

১১ বছর পর লক্ষ্মীপুর জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহবায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাছিবুর রহমাব হাছিবকে যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহাবুদ্দিন সাবুকে সদস্য সচিব করা হয়েছে। বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

লক্ষীপুর জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, নাজিম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাড. হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, এ বি এম জিলানি. অ্যাড. হারুনুর রশীদ বেপারী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, নাজমুল ইসলাম মিঠু, সাহেদ আলী পটু, মাহাবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন বাচ্চু, জাকির হোসেন মোল্লা, ভিপি আব্দুর রহিম, গোলাম কাদের, ডা. জামাল উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, আব্দুজ জাহের মিজি, আল আমিন, মিয়া আলমগীর, আব্দুল করিম ভূঁইয়া মিজান, কামরুজ্জামান সোহেল, শেখ মাহবুবুর রহমান বাহার, তোফায়েল আহমেদ, সাবেরা আনোয়ার, হোসনে আরা বাশার, ফারজানা মজুমদার জনি প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ ব্যাপারী বলেন, ২০১০ সালের অক্টোবরে জেলা বিএনপির সম্মেলনে সাবেক এমপি আবুল খায়ের ভুইয়াকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ২০১১ সালে কমিটি পূর্ণাঙ্গ হয়। ২০১৯ সালের এপ্রিল মাসে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রেস রিলিজে জেলা বিএনপির কমিটির বিলুপ্ত করে এক মাসের মধ্যে কমিটি গঠন করার কথা জানানো হয়। তবে এর জন্য আরও প্রায় ২৬ মাসের বেশি সময় অপেক্ষা করেন নেতাকর্মীরা। অবশেষে ১৫ অক্টোবর রাতে জেলা বিএনপির ৩১ সদস্য আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ