মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মদপানের অভিযোগে নাইজেরিয়ার একটি মাদরাসায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই প্রতিষ্ঠানের প্রধানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক এক কিশোরীকে লাঠি দিয়ে আঘাত করছেন। এ সময় ওই কিশোরীর হিজাব খুলে যায়। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, এক কিশোরকে লাঠি দিয়ে পিটানো হচ্ছে। এ সময় সে চিৎকার করে এবং ব্যথায় কাঁদতে থাকে। শিক্ষকদের নির্দেশে মাদরাসার অন্য ছাত্ররা তাদের এ শাস্তি দিয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। এই ঘটনার আগে মাদরাসার কিছু শিক্ষার্থী মদপান করেছে বলে অভিযোগ ওঠে। যদিও শিক্ষার্থীরা এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জন্মদিনের একটি পার্টিতে তারা দই খেয়েছিল। শিক্ষকরা বলেছেন, শিক্ষার্থীদের বাবা-মায়ের অনুমতি নিয়েই তাদের শাস্তি দেওয়া হয়েছে। ইসলামিক আইন মেনে তাদের এ শাস্তির ব্যবস্থা করা হয়। এক কিশোরীর বাবা জানিয়েছেন, তিনি শাস্তির অনুমতি দিয়েছেন। ঘটনাটি জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে বলেছিলেন তিনি। কিন্তু ভিডিওতে তিনি শাস্তির এমন দৃশ্য দেখে কষ্ট পেয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।