Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরলেন মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা মওদুদ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১১:১৭ এএম

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদদীন মওদুদ দেশে ফিরেছেন। সোমবার রাত ১১টা ১৫মিনিটে এমিরেটস্ এয়ার লাইন্সের ফ্লাইটে ঢাকা এসে পৌঁছান তিনি।


বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল। তিনি বলেন, গত বছরের ১৪ নভেম্বর ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স-এ যোগদানের জন্য মিশরের শরম এল শেখ থেকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) কাউন্সিল অধিবেশনে যোগদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যান। এরপর নরওয়ে এবং সংযুক্ত আরব আমিরাত সফর শেষে গতকাল সোমবার রাতে তিনি দেশে ফিরেন।


সংযুক্ত আরব আমিরাত অবস্থানকালে সংযুক্ত আরব আমিরাত বৃহত্তম নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। আগামী ২৭ জানুয়ারী তিনি নোয়াখালী ৫ আসনের বিএনপির নেতাকর্মিদের উদ্দেশ্যে দুইদিনের সফরে নোয়াখালী আসবেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওদুদ আহমদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ