Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পোল্যান্ড ও জাপান থেকে পোল্ট্রিপণ্য আমদানি স্থগিত করেছে হংকং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৮:৪৯ পিএম

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পোল্যান্ড ও জাপানের কিছু অংশ থেকে পোল্ট্রিপণ্য তথা মুরগির মাংস ও ডিম আমদানি স্থগিত করেছে হংকং।

চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের খাদ্য ও পরিবেশগত স্বাস্থ্যবিধি বিভাগের খাদ্য নিরাপত্তাকেন্দ্র আজ (মঙ্গলবার) এ কথা ঘোষণা করে।

কেন্দ্র জানায়, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, বিশ্বের কোনো কোনো দেশ ও অঞ্চলে এইচ৫এন১ এভিয়ান ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং পোল্যান্ডের কিছু অংশে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছে।

এদিকে, জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের মতে, দেশের কিছু এলাকায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে হংকংয়ের সংশ্লিষ্ট বিভাগ উক্ত সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: গ্লোবাল টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ