মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুসলিম ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল ভারতের যোগগুরু রামদেবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিহারের এক মানবাধিকার কর্মী।
শনিবার রাজস্থানের বারমেরে একটি সভায় যোগ দিয়েছিলেন রামদেব। সেখানেই মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ করেন। ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো থেকে হিন্দু মহিলাদের অপহরণের অভিযোগ তোলেন। বলে দেন, হিন্দুদের থেকে এধরনের প্রবণতা ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে অনেক বেশি। আর এতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এই কারণেই যোগগুরুর বিরুদ্ধে বিহারের মুজাফ্ফরপুরের একটি আদালতে রামদেবের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মানবাধিকার কর্মী তামান্না হাশমি। তিনি চান, যোগগুরুর বিরুদ্ধে যেন এফআইআর দায়েরের অনুমতি দেয়া হয়। তামান্না বলছেন, “মুসলিম ও ইসলামের বিরুদ্ধে রামদেবের মন্তব্য একেবারেই মেনে নেয়া যায় না। এ সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।’
তামান্নার আরও দাবি, সাধারণের দৃষ্টি আকর্ষণ করতেই এধরনের মন্তব্য করেছেন পতঞ্জলি সংস্থার প্রধান। তাকে ‘উগ্রপন্থী’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি তামান্না। ইসলাম ও খ্রিস্ট ধর্মকে খাটো করে হিন্দু ধর্মই সেরা বলে প্রচার করার চেষ্টা করেছেন রামদেব। তার এমন মন্তব্যে হিংসা আর বিদ্বেষই ছড়িয়ে পড়বে সমাজে, বাড়বে ক্ষোভ। সেই কারণেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তামান্না। আদালতে এই মামলাটির পরবর্তী শুনানি ১৬ ফেব্রুয়ারি।
সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে। যেখানে রামদেবকে বলতে শোনা যাচ্ছে, “আমি কারও সমালোচনা করছি না। কিন্তু কিছু মানুষ চায় গোটা বিশ্ব ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীতেই ভরে যাক।” এরপরই যোগ করেন, “সনাতন ধর্ম যোগ অনুসরণ করতে শেখায়। হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেয়। ভোরবেলা ঘুম থেকে উঠে শান্ত মনে ঈশ্বরের স্মরণ করতে শেখায়।” হিন্দু ধর্ম নিয়ে রামদেব যা-ই বলে থাকুন, অন্য ধর্মের লোকেদের ভাবাবেগে আঘাত করা নিয়েই ছড়িয়েছে ক্ষোভ। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।