Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার সরকারের সময় সকল ধর্মের মানুষ সুফল ভোগ করছে - এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৬:৪৫ পিএম

শেখ হাসিনার সরকারের সময় সকল ধর্মের মানুষ সুফল ভোগ করছে। লালমোহন ও তজুমদ্দিনের ৩৬ টি পূজা মন্ডপে ও ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৩ লক্ষ টাকা ও জিআর চালের ডিও প্রদান করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের সব ধর্মের মানুষ বর্তমান সরকারে আমলে সমভাবে উন্নয়নের সুফল ভোগ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ