Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নীলফামারীতে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৪:৩৭ পিএম

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মরিচ খাওয়া ঘুমটি নামক স্থানে রেল লাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইয়াসিন আলী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে ওই ইউনিয়নের আরাজী ইটাখোলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে ইয়াসিন আলী ওই জায়গায় ট্রেনের লাইনে বসে কয়েক বন্ধু মিলে মোবাইলে পাবজি গেম খেলছিল। এক সময়ে খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন তাদের কাছে এসে পড়লে সবাই সরে যায়। কিন্তু লাইনের ধারে ইয়াসিন আলীর পায়ের সেন্ডেল পড়ে থাকায় তা আনতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার মাথা থেতলে গিয়ে সেখানেই সে মারা যায়।
নীরফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ ঘটনার কথা স্বীকার করে বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ