Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

লামা(বান্দরবান) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৩:৩৪ পিএম

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড 'বাঙ্গালি পাড়া'য় বজ্রপাতে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে।

১১ অক্টোবর মধ্যরাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

জানা যায়, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙালি পাড়ার বাসিন্দা ১। ইসহাক আহমদের পুত্র এনামুল হক। ২। নবী হোসেনের পুত্র শহীদুল ইসলাম। তারা দুই জন সম্পর্কে চাচা ও ভাতিজা।তারা ২ জন প্রতিদিনের ন্যায় রাতের অন্ধকারে বন্যপ্রাণী উপদ্রুপ থেকে রক্ষার জন্য টং ঘরে শুয়ে ধানক্ষেত পাহারা দিচ্ছিল। টংঘরটি ছিল গাছের উপরে। এসময় তারা ২ জনই ঘুমাচ্ছিল। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরুহলে তারা টংঘর থেকে নামতে পারে নাই। ঘুমন্ত অবস্থায় বজ্রপাত তাদের শরীরে পড়লে তাৎক্ষণিক টংঘরেই তারা মৃত্যুবরণ করে। বৃষ্টি ও বজ্রপাত শেষ হলে চাচা-ভাতিজার আত্মীয় স্বজন তাদের খোজ খবর নিতে অাসলে টংঘরে তাদের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।তাৎক্ষণিক স্বজনদের চিৎকারে আশে- পাশের লোকজন চলে আসে। টংঘর থেকে লাশ নামিয়ে তাদের নিজ বসত বাড়ীর কবরস্থানে দাফন সম্পন্ন করে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ