মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের সাথে মুখোমুখি আলোচনায় বসলো মার্কিন কর্তৃপক্ষ। শনিবার কাতারের দোহায় হয় বৈঠক।
যুক্তরাষ্ট্রের দাবি, এই বৈঠকের সাথে তালেবানকে স্বীকৃতি দেয়ার কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ, কাবুল থেকে মার্কিনিদের সরিয়ে নেয়া আর মানবিক সহায়তা ছিল মূল এজেন্ডা।
তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, ২০২০ সালের দোহা চুক্তির শর্ত মেনে চলার বিষয়ে একমত হয়েছে দু’পক্ষ। সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তানের তত্ত¡াবধায়ক সরকার। তবে অভ্যন্তরীণ ইস্যুতে কারও নাক গলোনা চলবে না বলেও সতর্ক করেন। রোববারও চলবে মার্কিন-তালেবান বৈঠক।
তালেবান ক্ষমতা দখলের পর দেশটির সবচেয়ে বড় হামলার একদিন পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হলো গোষ্ঠীটি। কুন্দুজের ওই আত্মঘাতী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫০ জনের। আহত শতাধিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।