Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুই সাংবাদিকের শান্তিতে নোবেল জয়কে যেভাবে দেখছেন নেটিজেনরা

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১১:১৫ পিএম | আপডেট : ১১:২৫ পিএম, ৯ অক্টোবর, ২০২১

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে শান্তিতে নোবেল বিজয়ী দুই সাংবাদিককে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা। ১৯৩৫ সালের পর এই প্রথম শান্তিতে নোবেল পাওয়া দুই সাংবাদিক হলেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে দুই সাংবাদিককে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার এই সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন অনেকে।

শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত, তার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে মারিয়া ও দিমিত্রিকে এবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ১৯৩৫ সালের পর এই প্রথম শান্তিতে নোবেল পেলেন কোনো সাংবাদিক। ১৯৩৫ সালে জার্মান সাংবাদিক কার্ল ফন অসিয়েতস্কি শান্তিতে নোবেল পান।

এনিয়ে ফেসবুকে জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘নোবেল শান্তি পুরস্কারের জন্যও দুই সাংবাদিকের নাম ঘোষণা করা নোবেল কমিটির যুগান্তকারী সিদ্ধান্ত। এটা এমন এক সিদ্ধান্ত, যা ক্রমান্বয়ে বিপদজনক হয়ে ওঠা ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে পথ দেখিয়ে দেবে, উৎসাহিত করবে এবং এগিয়ে নেবে। ধন্যবাদ নোবেল কমিটিকে, ধন্যবাদ শান্তিতে নোবেল বিজয়ী দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতফকে।’’


রহমত আলী লিখেছেন, ‘‘বর্তমান বিশ্বে কর্তৃত্ববাদী রাজনীতিতে মতপ্রকাশের স্বাধীনতার জন্য সাংবাদিকদের শান্তিতে নোবেল সচেতন মহলের অনেককেই হতবাক করেছে। এখনো জীবনবাজি রেখে সত্য বলার লোক আছে! অভ্িনন্দন, নোবেল জয়ীদের।’’

সাংবাদিক এম মোশাররফ হোসাইন লিখেছেন, ‘‘এবছর বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক; ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। অভিনন্দন...— feeling delighted.’’

সায়েদ হোসাইন লিখেছেন, ‘‘সারা পৃথিবীতে অসংখ্য সাংবাদিকদের-সত্য সংবাদ প্রচারের কারণে জেল-জুলুম, নির্যাতন, হত্যা , দেশত্যাগে বাধ্য করা এতকিছুর পর সাংবাদিকদের নোবেল প্রাপ্তি এতে মনে হয় গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো।’’

নুর মুহাম্মাদ তালুকদার লিখেছেন, ‘‘অভিনন্দন জানাই রাশিয়ার এই নোভায়া গেজেটার সম্পাদক দিমিত্রি আন্দ্রেয়েভিচ মুরাতভ শান্তিতে নোবেল বিজয়ীকে।’’

মোঃ জাকারিয়া হোসাইনের মন্তব্য, ‘‘বাংলাদেশের সাংবাদিকদের কিছুটা শিখা উচিত। ন্যায়ের পথে কথা বললে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তা উর্ধ্বে গিয়ে নিরলস ভাবে কাজ করতে হবে। নোবেল না পেতে পারেন তবে ভালো সম্মান আর প্রশংসিত হবেন।’’

 



 

Show all comments
  • salman ১০ অক্টোবর, ২০২১, ৭:৩১ এএম says : 0
    Congratulations Both of You.
    Total Reply(0) Reply
  • salman ১০ অক্টোবর, ২০২১, ৭:৩২ এএম says : 0
    R ak Jon Mot prokash Domon kore NOBEL chai.....oni H-O-T-A-S-H = Hotash.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেটিজেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ