Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলিজাবেথের মৃত্যুতে নেটিজেনদের শোক

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৬ পিএম

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাহত নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে রানিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন।

রানির মৃত্যুতে শোক জানিয়ে একজন পাঠক লিখেছেন, ‘‘রাজতন্ত্রের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে ৯৬ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। তার মৃত্যুতে সারা পৃথিবী আজ শোকাহত।’’

আশফাকুজ্জামান নামে একজন লিখেছেন, ‘‘জন্ম অনিশ্চিত। মৃত্যু অনিবার্য। বৃটেনের রানী এবং আকবর আলী খান প্রায় একই সময় চল গেলেন।রাণীর মৃত্যুতে পৃথিবীর গণমাধ্যমে জুড়ে ব্রেকিং নিউজ। চোখের জলে ভাসছে বিশ্ব। আমার বরং আকবর আলী খানের জন্যই কষ্ট হচ্ছে বেশি। আরও কষ্ট হয়েছিল যখন আনিসুজ্জামান স্যার, জামিলুররেজা সারেরা চলে গেলেন।
সবার জন্য প্রার্থনা...।’’

সুব্রত মুখার্জি লিখেছেন, ‘‘একটি বিরাট যুগের অবসান ঘটলো। অনেক উত্থান পতন, মহামারী অতিমারি, সৃষ্টি ধ্বংস এই যুগটিকে বর্ণময় ও মনে রাখার উপযোগী করেছে। সার্থক "Long live the Queen" এর উপযুক্ত এক রাণী। ঈশ্বর আপনাকে শান্তি দিন।’’

রানির প্রশংসা করে বাহার উদ্দিন আহাম্মদ মজুমদার লিখেছেন, ‘‘ছাত্র বয়সে রানী অপরুপ সুন্দরী ছিলেন। মাঝ বয়সে রাজপ্রাসাদ বিচক্ষণতার সঙ্গেই পরিচালনা করছেন।শেষ বয়সে বৃটেনের ঐক্যের প্রতিক হয়ে রয়েছেন।সারা পৃথিবীর মানুষ আজ আমরা রানী এলিজাবেথর জন্য শোকাভিভূত।’’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমাসহ বিশ্ব নেতারা এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি ছিলেন মহান ও সুন্দর একজন নারী। তার মতো কেউ ছিল না। তিনি ছিলেন আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। তাকে মিস করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেটিজেনদের শোক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ