পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাকপ্রতিবন্ধী এক নারীকে রাস্তায় ফেলে দিয়েছে বাসের হেলপার। ঢাকা-নবাবগঞ্জ রুটে চলা ওই বাসটির নাম এন মল্লিক। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১।
ঘটনাটি ঘটেছে রোববার (৭ মার্চ) সকালে ঢাকা-নবাবগঞ্জ সড়কের রোহিতপুর নামক স্থানে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিশ্ব নারী দিবসের আগের দিন ঘটে যাওয়া এমন অমানবিক ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
ক্ষোভ প্রকাশ করে রাসেল হোসাইন তার ফেইসবুকে লিখেন, ‘কেরানীগঞ্জে ভাড়া না থাকায় বাস থেকে ছুড়ে ফেলা হলো প্রতিবন্ধী নারীকে! বিশ্ব নারী দিবসের উপহার!’
‘দেশে কুকুর বিড়ালের চেয়ে এই মানুষরূপী হায়েনার সংখ্যা দিন দিন বাড়ছেই! কিছু দিন পরে মানুষের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। - মোহাম্মদ রাসেলের মন্তব্য।
বাসে থাকা অন্যান্য যাত্রীদের সমালোচনা করে ইকবাল হাসান লিখেন, ‘মানুষ মানুষের জন্য, এই আন্তরিকতা আর আমাদের দেশে নাই। বড় কষ্ট হয় এইসব দেখলে। বাসের ভিতর কি একটা ভালো মানুষ ছিলো না প্রতিবাদ করার মতো?’
আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এমডি হানিফ লিখেন, ‘খুব তাড়াতাড়ি এই বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা হোক। বাসে থাকা হেলপার, ড্রাইভারসহ সংশ্লিষ্ট সবক’টাকেই গ্রেফতার করা হোক।’
গণপরিবহনে হরমামেশা এমন ঘটনায় সুষ্ঠ বিচার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নীরা হক লিখেন, ‘দেশের পরিবহন ব্যবসা এখন মাফিয়ার নিয়ন্ত্রনে। এদের বিচার কে করবে?’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।