বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে আজ থেকেই দেখা যাচ্ছে না বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি কোনো চ্যানেল। ইতোমধ্যে বিভিন্ন ক্যাবল অপারেটর চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে নোটিশ দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেটাগরিকরা। অপসংষ্কৃতির কবল থেকে দেশকে বাঁচাতে বিদেশি সব চ্যানেল বিশেষত ভারতীয় চ্যানেলগুলো চিরতরে বন্ধের দাবি জানিয়েছেন তারা। ফেসবুকে অনেকেই চ্যানেলগুলো বন্ধের সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন। দাবি জানিয়েছেন চিরস্থায়ী বন্ধের।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার থেকে বিজ্ঞাপনমুক্ত না হলে দেশে কোনো বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারিত হতে পারবে না। এর আগে গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেল ডিস্ট্রিবিউটর, আকাশ ডিটিএইচ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এই তথ্য জানিয়েছিলেন।
চ্যানেল বন্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘ফ্রেশ ফিড না দেয়ায় প্রায় সকল বিদেশি চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে সকাল থেকে। সরকারের এই সিদ্ধান্ত ও উদ্যোগকে স্বাগত জানাই।’’
মাহিন আব্দুল্লাহ শুভ লিখেছেন, ‘‘সরকারের এই অসাধারণ উদ্যোগের জন্য ধন্যবাদ। বিকল্প কিছু না কিছু আসবেই, বাংলাদেশ ভারতের জন্য একটা বিশাল মার্কেটপ্লেস। ভারত এইটা হাতছাড়া করবে না।। নিশ্চিত থাকতে পারেন। তাছাড়া, ভারত শ্রীলঙ্কা পাকিস্তান নেপালের মত দেশে ক্লিন ফিড ছাড়া কোন বিদেশী চ্যানেল চলে না। আমাদের দেশেও এটা কার্যকর হবে ইনশাআল্লাহ।’’
শাহাদাত হোসাইনের মন্তব্য, ‘‘এই চ্যানেল বন্ধ করে, তুর্কি সিরিয়াল গুলোর বাংলা ডাবিং করে যদি বাংলা চ্যানেলে সম্প্রচার করা হয় তাহলে দেশের মানুষদের উপকার হবে এবং ভারতীয় অপসংস্কৃতি গুলো চিরতরে নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।’’
মখলেছুর রশিদ রঞ্জু লিখেছেন, ‘‘সৌদি আরবের টিভি চ্যানেল বন্ধ করা ঠিক হয়নি। এই টিভি চ্যানেলের মাধ্যমে জনগণ হজ্ব,ওমরাহ দেখতে পেত এবং শুদ্ধ উচ্চারণে পবিত্র কোরআন মজিদ শুনতে পেত।আর এই চ্যানেল কোন বিজ্ঞাপন প্রচার করে না।’’
নুরুল আলম কাজীর আহ্বান, ‘‘ভারতীয় বস্তাপচা সস্তা সিরিয়াল দেয়া চ্যানেলগুলো বন্ধ করে আমাদের দেশের পরিবার গুলোকে বাঁচান। এগুলো দেখে দেখে আজ বেশীরভাগ পরিবারে অশান্তি, পরকীয়া।’’
জালাল উদ্দীন লিখেছেন, ‘‘এই চ্যানেলগুলোয় প্রত্যেক ঘরে ঘরে অশান্তির মূল কারণ। কারণ আমরা মুসলিম এগুলো আমাদের সংস্কৃতি নয়, এখানেও ভারত দখল করে আছে।’’
সাব্বির হোসাইনের মন্তব্য, ‘‘জি বাংলা, স্টার জলসা সহ সকল চেনেল দেশের মা বোনদের জন্য বড় বিপদ জনক। এসব বাজে চ্যানেল দেখে দেখে দেশে পারিবারিক সমস্যা তৈরি হয়েছে ।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।