মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আবুলহাসান বানি-সদর। তিনি ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন আবুলহাসান বানি-সদর। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তথ্যটি নিশ্চিত করে বানি-সদরের অফিসিয়াল ওয়েবসাইটে তার স্ত্রী ও সন্তানরা জানান, জীবিতকালে বনি-সদর ধর্মের নামে নতুন অত্যাচার ও নিপীড়নের মুখে স্বাধীনতা রক্ষা করেছিলেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরের বছর ১৯৮০ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বানি-সদর। কিন্তু ক্ষমতার লড়াইয়ে টিকতে না পেরে এর পরের বছরই তিনি ফ্রান্সে পালিয়ে যান। সেখানেই বাকি জীবন অতিবাহিত করেছেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।