Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ২২ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ৬:৪৮ পিএম

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আল আমিন নামে এক যুবকে বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। তার কাছে সাউদী, ইউএসসহ বেশ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। জব্দ করা বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকায় বাজার মূল্য ২২লাখ ৪২ হাজার টাকা।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আকবর জানান, আজ দুপুর একটার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপক‚ল এক্সপ্রেস নামে একটি ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে এসে থামে। সেই ট্রেনের যাত্রী ছিল আল আমিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন থেকে তাকে তল্লাশি করে এই বৈদেশিক মুদ্রার উদ্ধার করা হয়। যার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরো জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ