মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় তার বাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে প্রস্তুত রয়েছে এবং দেশের পানিসীমায় শত্রুর যেকোন ভুলের দাঁতভাঙ্গা জবাব দেবে। তিনি গতকাল (শনিবার) আরো বলেন, ইরানি নৌসেনাদের জবাব এতটাই কঠোর হবে যে, শত্রুদেরকে তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে হবে।
তিনি শনিবার আরো বলেন, ইরানি নৌসেনাদের জবাব এতটাই কঠোর হবে যে, শত্রুদেরকে তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে হবে।
অ্যাডমিরাল শাহরাম ইরানি জোরালো ভাষায় বলেন, ইরানের নৌবাহিনী দেশের পানিসীমার সার্বভৌমত্ব রক্ষা করবে এবং এজন্য ইরানি নৌ-সেনারা ২৪ ঘন্টা কাজ করছে। এরপরও শত্রু কোনো রকমের ঝুঁকি নিলে তার জবাব হবে দদ্রুততম, কঠোর এবং চূড়ান্ত।
ইরানের এ কমান্ডার বলেন, তেহরানের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের তরুণরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি আবিষ্কার করে দেশকে সামরিক খাতে স্বনির্ভর করেছেন। তিনি বলেন, তার দেশ সব সময় তিনটি বিষয়ের মোকাবেলা করেছে, সেগুলো হচ্ছে- নিষেধাজ্ঞা, ষড়যন্ত্র এবং হুমকি।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।