গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী। শুক্রবার (১ অক্টোবর) পরীক্ষা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ঢাবি প্রক্টর বলেন, সারাদেশে বিভাগীয় পর্যায়ের কোনো কেন্দ্র থেকেই এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি। তবে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। একটা আশঙ্কা রয়েছে। কেউ যদি এটি ব্যবহার করে তাকে সেখানেই বহিষ্কার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যদি কেউ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পরীক্ষা দেন এবং সেটা পরবর্তীতে প্রমাণ হয়, তবে আমরা তাকে শিক্ষাজীবন শেষ হলেও বহিষ্কার করবো।
এসময় বিগত বছরে যারা এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিয়েছেন, তাদের বহিষ্কারের কথা উল্লেখ করেন প্রক্টর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।