Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড়ে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার উল্টে এক জেলের মৃত্যু

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ২:৫৭ পিএম

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে কূলে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার উল্টে গিয়ে ঘটনাস্থলেই ট্রলার মালিক

রুহুল আমিন খানের (৫০) মৃত্যু হয়। ওই ট্রলারে থাকা অপর ৫ জেলে গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ট্রলারসহ জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠিয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় আসার পথে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ঝড়ে কবলে পরে ৬ জেলেসহ ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারে থাকা ৫জন জেলে সাঁতার কেটে উঠতে পারলেও ট্রলার মালিক রুহুল আমিন খান বেরিয়ে আসতে পারেননি। কিছুণ পর পার্শবর্তী জেলেদের সহায়তায় রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উল্টে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ