বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট বিএনপিতে শুরু হয়েছে হঠাৎ করে তোড়জোড়। গত সপ্তাহে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সিলেট বিএনপির নেতৃস্থানীয়রা। ওই বৈঠকে স্থানীয়ভাবে দলকে সাজাতে একটি রূপরেখা দিয়েছে কেন্দ্রিয় বিএনপি। জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছিল ২০১৯ সালের অক্টোবরে। ওই সময় মাত্র তিন মাসের মেয়াদোত্তীর্ণ কমিটিকে ভেঙে ঘোষণা করা হয়েছিল নতুন আহ্বায়ক কমিটি। আহ্বায়কের দায়িত্ব পেয়েছিলেন কামরুল হুদা জায়গীরদারকে। কমিটি গঠনের পর কাজও শুরু করেছিলেন সিলেটের নেতারা। যদিও আহবায়ক কমিটির একাধিক নেতা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য রেখেছিলেন প্রকাশ্যে। এরমধ্যে গত বছরে করোনাকাল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত জেলার নেতৃবৃন্দ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি পুনর্গঠনে অগ্রগতি এনেছিল আহবায়ক কমিটি। গত বছরের ১৩ সেপ্টেম্বর ১৮টি ইউনিটের গঠন করা হয় আহ্বায়ক কমিটি। এরপর করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে কেন্দ্রের নির্দেশে সব কার্যক্রম বন্ধ করে দেন তারা।
সিলেট বিএনপি সূত্র জানায়, করোভাইরাসের কারণে থেমে গিয়েছিল কার্যক্রম। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এ কারণে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে আর সময় দিতে চান না কেন্দ্রীয় নেতারা। আগামী নভেম্বরে দেয়া হয়েছে সময়সীমা। এই সময়ের মধ্যে সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল শেষ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে ঝুলে থাকা ইউনিয়ন, পৌর ও উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করার দেয়া হয়েছে তাগিদ। সম্প্রতি সিলেট সফরে আসেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড জাহিদ হোসেন। তার উপস্থিতিতে গত শনিবার সিলেট জেলা বিএনপির আয়োজন করে বর্ধিত সভার। এ সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও স্থানীয় নেতারাও। সভায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন- ‘আর করা যাবে না সময়ক্ষেপণ। অক্টোবরের মধ্যেই অসমাপ্ত ওয়ার্ড সমূহ, ইউনিয়ন, পৌরশাখা ও উপজেলা বিএনপি’র সম্মেলন শেষ করতে হবে। নভেম্বরের মধ্যেই জেলা বিএনপি’র কাউন্সিল সম্পন্ন করতে হবে।’
সিলেট জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, কাউন্সিলের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতেই করা হবে কমিটি গঠন। এতে করে দলের ভেতরে শক্তি ফিরে আসবে।
জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জানিয়েছেন- ‘‘দল পুনর্গঠন প্রক্রিয়াও দ্রুত চলছে এগিয়ে। নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন, পৌর ও উপজেলা সম্মেলন সফল করবো আমরা। এরপর সম্পন্ন করবো জেলা কাউন্সিল। ’
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক (সিলেট) সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন- সামনে আমাদেরকে কঠিন পথ পাড়ি দিতে হবে। সেজন্য একটি ঐক্যবদ্ধ সুসংগঠিত তৃণমূল বিএনপি গড়ে তুলতে সবাইকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।