Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফুলপুরে ৬৫০ পিচ ভারতীয় শাড়িসহ আটক ২

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ২:৫৯ পিএম

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় শাড়ি সহ দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় ভারতীয় শাড়ি বহন করা পিকআপটিও জব্দ করা হয়।আটককৃতরা হলো,ময়মনসিংহ শহরের শিকারিকান্দা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র মোঃ আকরাম হোসেন (২২) ও নেত্রকোনা জেলার জিগারতলা এলাকার মোহাম্মদ আবদুল কাদিরের পুত্র মোঃ সোহাগ (২৫)।

জানা যায়, ফুলপুর উপজেলার বওলা বাজার এলাকায় রবিবার রাতে পুলিশের টহল চলছিল। টহল চলাবস্থায় ঢাকা মেট্রো-ড ১৪-৫৫৬৮ নাম্বারের শাড়ি ভর্তি একটি পিকআপ ভ্যানটি আটক করে টহল পুলিশের এএসআই মো রফিকুল ইসলাম। এ সময় পিকআপ থেকে আনুমানিক ৬৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। পরে এসআই আশরাফুল আলম ও এএসআই রাশেদুল সঙ্গীয় ফোর্সসহ এসে আটককৃত মালের জব্দ তালিকা করে এবং পিকআপ ভ্যানসহ আকরাম ও সোহাগকে আটক করে থানায় নিয়ে যায়।

ফুলপুর থানার এসআই আশরাফুল আলম জানান আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে শাড়ি গুলো তারা ধোবাউড়া থেকে ময়মনসিংহ শহরে এক কাপড় ব্যবসায়ীর জন্য নিয়ে যাচ্ছিলেন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ