বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরের হারাগাছ উপজেলায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম মারা গেছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী পলাশকে আটক করেছে পুলিশ।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার এএসআইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মাঝরাতে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই এলাকায় মাদকসেবী পলাশকে গাঁজাসহ আটক করেন। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। গুরুতর পিয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে ভর্তি করা হয়। আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান।
ওসি শওকত সরকার বলেন, “মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।