চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্র : নামাযের শর্ত কত প্রকার?
উ : দুই প্রকার-নামায ওয়াজিব হওয়ার শর্ত এবং নামায সহীহ হওয়ার শর্ত।
প্র : নামায ওয়াজিব হওয়ার কি কি শর্ত?
উ : ১. ইসলাম বা মুসলমান হওয়া। ২. সুস্থ মস্তিষ্ক হওয়া। ৩. প্রাপ্তবয়স্ক হওয়া। ৪. নামাযের ওয়াক্ত পাওয়া।
সুতরাং, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলমানের উপর কোরআন-হাদীস ও ইজমা দ্বারা নির্ধারিত ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা ফরযে আইন। কোন শরয়ী ওযর ছাড়া নামায ত্যাগকারী ফাসেক এবং নামাযের গুরুত্ব অস্বীকারকারী কাফের বলে সাব্যস্ত হবে।
প্র : নামাযের বেলায় শরয়ী ওযর কয়টি?
উ : সাতটি। হায়েজ, নিফাস, জ্ঞান হারানো, উন্মাদনা, ভুলে যাওয়া, জ্বিন-ভূতের আছর এবং নিন্দ্রা যাওয়া।
প্র : নামায সহীহ হওয়ার শর্ত কি কি?
উ : ১. শরীর পাক হওয়া। ২. পরিধানের কাপড় পাক হওয়া। ৩. নামাযের স্থান পাক হওয়া। ৪. সতর ঢাকা- পুরুষের নাভী থেকে হাঁটু পর্যন্ত, নারীর হাত-পা ও চেহারা ব্যতীত সারা শরীর ভালোভাবে ঢেকে রাখা। ৫. কেবলামুখী হওয়া। ৬. অন্তরে নিয়ত করা। ৭. ওয়াক্ত হওয়া।
প্র : প্রাপ্তবয়স্ক বা সাবালক হওয়ার নিদর্শন কি?
উ : ছেলেদের স্বপ্নদোষ হওয়া আর মেয়েদের ক্ষেত্রে মাসিক ঋতুস্রাব শুরু হওয়া।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।