বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলের বাজার জামে মসজিদে আসা ঢাকা থেকে কথিত তাবলিগ জামাতের জঙ্গী সন্দেহে আটক ১৭ জনের মধ্যে ৩ জনের নামে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বাকী ১৪ জনের কাছে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। াাটক ও মামলার আসামীরা হলো, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধুপুর দলপাড়া গ্রামের রফিকুল ইসামের পুত্র ওয়াহেদুজ্জামান (২৫), একই জেলার কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের জামাল উদ্দীনের পুত্র মনিরুল ইসলাম (২২) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নতুনপাড়া গ্রামের আব্দুস সামাদেরপুত্র সজল ওরফে সাব্বির (৩০)। মামলায় আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন প্রকার লিফলেট ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম। তিনি জানান, খ্রীষ্টানদের ধর্মান্তরিত, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করাসহ লিফলেট ও জিহাদী বই বিতরণ করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিরল বাজার জামে মসজিদে আগত তাবলিগ জামাতের ১৭ জন ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এর মধ্যে ৩ জনের নিকট থেকে আমরা বিভিন্ন প্রকার লিফলেট, জিহাদী বই উদ্ধার করি ও সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করার প্রাথমিক ভাবে প্রমান পাই। বাকী ১৪ জনের ব্যপারে জাচাই বাছাই করে তাদের নিকট থেকে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এব্যাপারে শুক্রবার রাতে আটককৃত ৩জনের নাম উল্লেখ করে বিরল থানার এসআই নাজমুল হুদা বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি বিরল থানার মামলা নং ১১ দায়ের করেছেন। আটককৃতদের শনিবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান। মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া ব্যক্তিদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।