Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৯ এএম

রাজধানীর তেজগাঁও এলাকায় ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বাঁধনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাঁধনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী খুশি বেগম জানান, আমরা কারওয়ান বাজার ওভার ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাঁধন রংয়ের কাজ করেন। পূর্ব তেজতুরী বাজার এলাকায় থাকেন। তিনি কিশোরগঞ্জের আসাদ চৌধুরীর ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মরদেহ ময়নাতদন্তের ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল। তেজগাঁও থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাত

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ