মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে সন্দেহভাজন এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানিয়েছে, মধ্য লন্ডনে এ ঘটনা ঘটেছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা আরও জানিয়েছে, জরুরি সেবা কাজে নিয়োজিত কর্মকর্তাদের লাঞ্চিত ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে একজনকে। এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে লিসেস্টার স্কোয়ার এলাকায় ওই হামলাকারীকে সন্দেহ করে পুলিশ। এসময় দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয় এবং পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। আটক ওই ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।