Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে ছিনতাইকারির ছুরিকাঘাতে টমটম যাত্রী নিহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১১:৩৩ এএম

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন আমগাছ তলা এলাকায় ছিনতাইকারির ছুরিকাঘাতে এক টমটম যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত মিজানুর রহমান (২৫) কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খোন্দকার পাড়ার আনসারুল করিমের ছেলে।

শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত টমটম যাত্রী মিজানুর রহমানের এন্ড্রয়েড মোবাইলটি হাত থেকে ছিনতাই করে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায় ছিনতাইকারি। মিজান ছিনতাইকারির পেছনে ধাওয়া করে তাকে ধরে ফেলেন। ওই সময় ছিনতাইকারি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

টমটম চালক ও অন্যান্যরা ছুরিকাহত মিজানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে কর্ত্যরত ডাক্তার।

রাত ১১টার পর থেকে মিজানুর রহমানের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার নিকটাত্মীয়রা হাসপাতালে ভিড় করেছে।

ওই আমতলায় দিনে পুলিশ দেখা গেলেও সন্ধ্যার পর থেকে এখানে পুলিশ থাকেনা। এখানে বার বার এই ধরনের খুনের ঘটনা ঘটছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে নিহত

৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ