বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা (৩১) নামের কাচাঁমাল ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের ঝাউগড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত মোমেন মোল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি সালমদী বাজারে কাচাঁমালের ব্যবসা করতেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত )মনজুরুল মোর্শেদ তার পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় মোমেন শুক্রবার ভোরে অটো দিয়ে কাঁচামাল আনার জন্য ভুলতা যাচ্ছিল। এই সময় তিনি ঝাউগড়া পৌঁছলে ৩/৪ জনের ছিনতাইকারীর দল অটোটির গতিরোধ করে মোমেনকে সাথে টাকা পয়সা দিতে বলে । মোমেন টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার বুকের বাম পাশে আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মোমেন ৩ সন্তানের জনক।
তিনি আরো জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। ইতি মধ্যে আসামী গ্রেফতারের কাজ শুরু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।