Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩০ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে হামিদুর রহমান আয়াত নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরের খাবার শেষে আয়াতের মা তাকে নিয়ে বিছানায় শুতে যান। মায়ের চোখে তন্দ্রা মতো এলে আয়াত বিছানা থেকে নেমে ওয়াশ রুমে চলে যায়। সেখানে পানি ভর্তি বালতি ধরে দাঁড়াতে গেলে সে উপুড় হয়ে বালতির পানিতে পড়ে যায়। মায়ের তন্দ্রা কেটে যাওয়ার পর আয়াতকে খুঁজতে গিয়ে দেখেন সে বালতির পানিতে উপুর হয়ে পড়ে আছে। তড়িগড়ি আয়াতকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে মা বাবা আহাজারি করছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ