মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে তাজিকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) তাজিক প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানের আমন্ত্রণে এ সফরে যাওয়ার কথা রয়েছে তার।
ইব্রাহিম রাইসি সেখানে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে ইরনা জানিয়েছে।
এছাড়া ওই সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করার করার কথাও রয়েছে রাইসির। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নেবেন। সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও রাইসির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয় বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০০১ সালে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। ইরান এই সংস্থার পর্যবেক্ষক সদস্য। সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।