Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে সম্মোহিত করে নারীর গহনা ছিনতাই

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১:২৬ পিএম

ঝালকাঠিতে এক নারীকে সম্মোহিত (বশিকারণ) করে গহনা ও মোবাইল ফোন ছিনতাই করেছে একটি চক্র। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে শহরের আমতলা সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারীর নাম তাজনেহার বেগম। তিনি ঝালকাঠির বারইকরণ খেয়াঘাট এলাকার শ্রমিক জামাল খানের স্ত্রী।
তাজনেহার বেগম জানান, তাদের টেলিভিশনের রিমোট নষ্ট হয়ে যায়। রিমোট কিনতে তিনি মঙ্গলবার সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে আসেন। বাড়িতে ফিরে যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টির কারনে একটি দোকানের সামনে আশ্রয় নেন। তাকে দেখে বয়স্ক ব্যক্তি ও কিশোর একটি ছেলে সেখানে আসে। তারা কথার ছলে তাজনেহার বেগমকে সম্মোহিত করেন। এ সময় তাঁর কান থেকে সোনার গহনা, গলায় থাকা দুই ভরি ওজনের রূপার চেইন ও মোবাইল নিজেই ওই চক্রটির কাছে তুলে দেন। কিছুক্ষণ পরে তিনি স্বাভাবিক হয়ে গেলে গহনা ও মোবাইল ফোন দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি অভিযোগ করেছেন ওই নারী।
তাজনেহার বেগম বলেন, আমরা গরিব মানুষ। অনেক কষ্টে রূপার একটি চেইন ও কানের দুল বানিয়েছি। আমার এই সম্পদটুকো নিয়ে গেল ছিনতাই করে। এর চেয়ে আমাকে মেরে ফেলাও ভালো ছিল।
ঝালকাঠি থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ