Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শরীয়তপুরে ডিবির জালে হত্যা, গণধর্ষণ বিস্ফোরণসহ ৩০ মামলার আসামী আটক

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ৬:১৬ পিএম

১২ সেপ্টেম্বর রাতে শরীয়তপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়িয়া থেকে হত্যা, গণধর্ষণ, বিস্ফোরণ সহ ৩০ মামলার পলাতক আসামী বিল্লাল কাজি কে (৩০) আটক করেছে। সে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালত কান্দি গ্রামে ইমান আলী কাজির পুত্র বলে জানা গেছে।
তার বিরুদ্ধে নড়িয়া থানায় ২১টি সহ দেশের বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত বিল্লাল কাজী সম্প্রতি নড়িয়া থানার রাজনগর ইউনিয়নের চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার এজাহারভূক্ত ১৬ নং আসামী।
এ ব্যাপারে শরীয়তপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম জানান, দুধর্ষ সন্ত্রাসী বিল্লাল কাজীকে আটকের জন্য দীর্ঘদিন যাবৎ পুলিশ ও র‌্যাব চেষ্টা চালিয়ে আসছিল। পরে শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান এর নির্দেশে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির সাহায্য নিয়ে শনিবার দিবাগত রাতে বিল্লাল কে আটক করতে সক্ষম হই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ