Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানকে প্রকৃত শরিয়াহ আইন অনুসরণের আহ্বান মেহবুবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

তালেবানদের অবশ্যই প্রকৃত শরিয়াহ আইন (ইসলামী) অনুসরণ করতে হবে। যেখানে নারীদের অধিকারসহ সব ধরনের মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। বুধবার এসব কথা বলেছেন জম্মু—কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও স্থানীয় পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। তিনি বলেন, ‘তালেবান এখন বাস্তবতা হিসেবে এসেছে। প্রথমবার ক্ষমতায় থাকাকালীন (১৯৯৬—২০০১) তারা মানবাধিকার বিরোধী ছিল। এখন আফগানিস্তান শাসন করতে চাইলে, তাদের অবশ্যই কুরআনে বর্ণিত প্রকৃত শরিয়াহ আইন অনুসরণ করতে হবে, যা নারী, শিশু এবং বয়স্কদের অধিকার নিশ্চিত করে। যদি তালেবানরা মদীনায় নবী মুহাম্মদ (স.) এর স্থাপিত শাসনের উদাহরণ অনুসরণ করে, তাহলে সেটা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।’ জম্মু—কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, তালেবানরা যদি আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে ব্যবসা করতে চায়, তাহলে তাদের ইসলাম ও শরিয়ার কঠোর ব্যাখ্যা থেকে বিরত থাকা উচিত। আর যদি তা না হয়, তবে এটি আফগানিস্তানের মানুষের জন্য বিষয়গুলোকে কঠিন করে তুলবে, যোগ করেন তিনি। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ